মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন মার্কেটের ভিতর, আশংকা জনক ২, হতাহত ১০জন!
এস এম তাজাম্মুলঃ যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর চিনাটোলা বাজারে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইনের একটি পরিবহন ২৭শে মার্চ আনুমানিক ভোর ৫ টার দিকে (ঢাকা মেঃ ব ১২-২২৮৯)নং গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে চিনেটোলা বাজারের একটি মার্কেটের ভিতর ঢুকে যেয়ে কারো মৃত্যুর খবর পাওয়া না গেলেও ২ জনকে আশংকা জনক সহ মোট ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে […]