ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি অনিক রায়ের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল ছাত্র সংগঠন। হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা।
সোমবার (৬ জুন) রাত পৌনে নয়টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরাতন রেজিস্ট্রার, কবির সরনি,কামালউদ্দিন হল হয়ে বটতলার ভাসনী চত্বরে গিয়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনৌজ কান্তি রায় বলেন, ‘দেশ চলছে উদ্ভট এক ঘোড়ার পিঠে। যে ঘোড়া বিনা ভোটে নির্বাচিত।এরা জনগণকে নিয়ে ভাবে না বরং কিভাবে মানুষকে মেরে ফেলা যায় সেই পায়তারা করছে। সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া শ্রমিকদের প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া হোক এটা আমরা চাই। কিন্তু ছাত্রলীগ এটা চায় না তাই তারা আমাদের শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করেছে। যারা ঢাবিতে শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে তাদের দ্রুত বিচার চাই আমরা।’
এ সময় ছাত্র ইউনিয়ন,ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।