নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশ
স্টাফ রিপোর্টার মনির খান লোহাগড়া নড়াইল।
লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের মুখ থেকে জানা যায় যে লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ খুবই নোংরা।
টয়লেট বাথরুম অপরিষ্কার। হাসপাতালে আবাসিক এলাকার চারিদিকে ময়লা-আবর্জনা ও মশা মাছির দ্রব্য বৃদ্ধি পাওয়ায় রোগীরা আরও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানায়।
হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক নোংরা পরিবেশকে মানসম্মত পরিবেশ আনার জন্য সাংবাদিকদের ডেকে বলেন যে আমাদের কথা শোনে না আপনারা একটু ব্যবস্থা নিন।
লোহাগড়া পৌর মেয়র জনাব আশরাফুল আলম বিষয়টি সজাগ দৃষ্টিতে দেখলে অত্র লোহাগড়া উপজেলা বাসি অন্তত স্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে পারবে বলে ব্যক্ত করেন। লোহাগড়ার গোপীনাথপুর গ্রামের মনির হোসেন জানান হাসপাতাল কর্তৃপক্ষ একটু দৃষ্টি দিলে ভালো পরিবেশে চিকিৎসা সেবা পাওয়া সম্ভব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।