বিপুল চন্দ্র রায়ের কবিতা ‘প্রথম প্রেমপত্র’
প্রথম প্রেমপত্র বিপুল চন্দ্র রায় আমার জীবদ্দশায় কবিতা কে দেখার পর স্বীকারোক্তি দিলাম। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, আই লাভ ইউ, কবিতা! অবশেষে কবিতার কাছ থেকে উত্তর এলো, ইউ আর ননসেন্স! তুমি একটা পাগল! কিছুদিন পর কবিতা একটা চিঠি দিলো, প্রিয় আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে, আজ অবধি জ্বলছি, প্রেমের জালে ফাসিয়ে কথার বিষে মারছি।