চৌগাছায় ইট ভাটার ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টারঃ

যশোরের চৌগাছায় ইট ভাটার ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে ওয়ালিদ হাসান (৯) নামে এক শিশু শিক্ষার্থী। সে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের হবিবর রহমানের ছেলে এবং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের জাহাঙ্গীরপুর বকুলতলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহত শিশুটিকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসা রাজু জানান, বাচ্চাটি একটি সাইকেল চালিয়ে চৌগাছার দিকে আসছিল। ভাটার ট্রাকটি চৌগাছা থেকে ঝিকরগাছার দিকে যাওয়ার পথে তাকে চাপা দিয়ে পিষ্ট করেই পালিয়ে যায়। তিনি জানান, তিনি জাহাঙ্গীরপুর বাজারে নিজের ফার্নিচারের দোকানে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তাকাতেই দেখেন ছেলেটি তার বাইসাইকেল নিয়ে পড়ে রয়েছে। একটি ট্রাক বিপরীতদিকে চলে যাচ্ছে। এসময় তিনি ও একজন পথচারী দ্রুত উদ্ধার করে বাচ্চাটিকে চৌগাছা হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা ইব্রাহিম হোসেন হাসপাতালে বিলাপের সুরে জানান, সকালে তাকে হাম-রুবেলা টিকা দেয়ার কথা ছিল, সে টিকা দিতে ভয় পাচ্ছিল। আমি জোর করে টিকা দিয়ে নিয়ে আসলাম। এরপর ও সাইকেল নিয়ে বের হয়। আর সেই ভাতিজাই দুপুর না হতে লাশ হয়ে গেল? দুই মেয়ের পর ছোট্ট একমাত্র ছেলের করুন মৃত্যুতে ভেঙে পড়েছেন শিশুটির বৃদ্ধ পিতা হবিবর রহমান।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিাল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি জানান হাসপতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। যখন হাসপাতাপালে আনা হয় তখন তার কোন অভিভাবকও ছিল না। দুজন পথচারী তাকে নিয়ে আসেন।চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।