মোঃ তাহেরুল ইসলাম, ডোমার, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ইউনিয়ন পর্যায়ে স্বল্প মূল্যে হত দরিদ্রদের মাঝে চাল বিতরণ করা শুরু হয়েছে।
মঙ্গলবার(১৫ মার্চ) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় বাজারে স্বল্প মূল্যে চাল বিতরণের ডিলার মো. জয়নাল আবেদীন ও ফার্মহাটে মো. মোকছেদুল ইসলামের চাল বিতরণের উদ্বোধন করেন সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী।
এসময় ডিলার জয়নাল আবেদীন, মোকছেদুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক ওয়ালিউর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুজিবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ঋষিকেশ দেবশর্মা জানান, চলমান প্রক্রিয়ায় খাদ্য বান্ধব কর্মসূচীর স্বল্প মূল্যের চাল বিতরণ শুরু করা হয়েছে। উপজেলায় ৩৭ জন ডিলার একযোগে ১৮ হাজার ৬শত পচাঁশি জন উপকারভোগী পরিবারের মাঝে বিতরণ শুরু করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।