

প্রয়াত রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হকের চল্লিশার খরচের পুরো টাকা গণস্বাস্থ্য নগর ডায়ালাইসিস সেন্টারে দান করেছে তার পরিবার। রোববার (২৩ মে) দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে এসব টাকা তুলে দেন মিতা হকের একমাত্র সন্তান সংগীতশিল্পী জয়িতা। উল্লেখ্য, গত ১১ এপ্রিল ৫৯ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মারা যান একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী মিতা হক। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘শিল্পী মিতা হকের সন্তান জয়িতা তার মায়ের চল্লিশার খরচের পুরো টাকা ডায়ালাইসিস সেন্টারে রোগীদের সেবায় দান করেছেন।
আমরা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব দান আয়করমুক্ত।’ তিনি আরও বলেন, ‘জয়িতা তার মায়ের চল্লিশার খরচের পুরো টাকা দান করার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তার কর্তব্য পালন করেছেন। দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসতে আহ্বান জানাই।’

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।