বিজয়রামপুর মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

আবদুল্লাহ আল মামুন | যশোর জেলা প্রতিনিধি

যশোর জেলার মনিরামপুর উপজেলার পৌর এলাকার বিজয়রামপুর মধ্যপাড়ায় সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের প্রতিষ্ঠিত মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল আগামী ১৯ ফেব্রুয়ারী শুক্রবার।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী বক্তা জনাব হযরত মাওলানা মুফতী রফিকুল ইসলাম আনসারী সাহেব {সিলেট} দ্বিতীয় বক্তা হিসেবে বায়ান করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী বক্তা জনাব হযরত মাওলানা মাছুম বিল্লাহ সাহেব মোহতামীম মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা রুদাঘরা ডুমুরিয়া খুলনা।

তৃতীয় বক্তা হিসেবে বয়ান করবেন মুফতী আমীন বিন মামুন খলিফা আল্লামা শফী (রহ)

মাহফিলে সভাপতিত্ব করবেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতী মোহাম্মদ ওয়াক্কাস সাহেব মোহতামীম মাদানীনগর মাদ্রাসা মনিরামপুর যশোর।

মাহফিলে বিশেষ আকর্ষণ ইসলামী গজল পরিবেশন করবেন কন্ঠ শিল্পী মোঃ রফিক আহমাদ পরিচালক দামামা শিল্পী গোষ্ঠী।
উক্ত মাহফিলে দলমত নির্বিশেষে সবাই উপস্থিত থেকে দোজাহানের অশেষ নেকী হাসিল করুন।

আরোজ গুজার বিশিষ্ট লেখক সাংবাদিক ও মানবাধিকার কর্মী হাফেজ মোঃ আবদুল্লাহ আল মামুন পরিচালক মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা বিজয় রামপুর মধ্যপাড়া মনিরামপুর যশোর।