জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নগর ছাত্র লীগের বিক্ষোভ মিছিল।

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

এবং জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। রোববার (৬ ডিসেম্বর) বিক্ষোভ মিছিলটি দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, কুষ্টিয়ায় রাতের অন্ধকারে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর চালিয়েছে তারা চিহ্নিত অপশক্তি এবং ৭১ এর পরাজিত সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী।
তাদের সাম্প্রতিক কর্মকান্ড সীমা লঙ্গন করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর মানে বাংলাদেশের অস্বিত্বে আঘাত।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, অপরাধীদের গ্রেফতার এবং শাস্তি-ই শুধু নয়, এদের সমূলে উৎপাটন করতেই হবে।

হেফাজত এখন সরাসরি জামায়াত শিবির দ্বারা পরিচালিত একটি জঙ্গিগোষ্ঠী। তাদের কঠোরভাবে দমন করার দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তালেব আলী, নোমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদক মণ্ডলীর সদস্য আবু তারেক রনি, শাহরিয়ার হাসান, এমএ হালিম সিকদার মিতু, ফয়সাল সাব্বির, এম হাসান আলী, আলবিন নূর নাহিয়ান, শফিকুল আলম পারভেজ, বোরহান উদ্দিন ফরহাদ, শেখ শরফুদ্দিন সৌরভ, শুভ ঘোষ, মমসাদ চৌধুরী রাব্বি, আবুল কালাম আজাদ, মো. মিজানুর রহমান, সালাহ উদ্দিন বাবু, আরাফাত রুবেল, মোশরাফুল হক চৌধুরী পাভেল, শেখর দাশ, ইমরান শাওন, ফয়সাল অভি, ইকবাল হোসেন নয়ন।
এছাড়া সরকারি সিটি কলেজ, এমইএস কলেজ, ইসলামিয়া কলেজ, কমার্স কলেজ, চট্টগ্রাম কলেজ, মহসীন কলেজ সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন ২০নং দেঃবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দরা।