মোঃ ইমরান হোসেন|মহম্মদপুর উপজেলা প্রতিনিধিঃ আজ ১৬ই ফেব্রুয়ারী ২০২১ বাংলা ফাল্গুন মাসে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার অন্তর্ভুক্ত নহাটা ইউনিয়নে এক গাভীর দুই বাচ্চা প্রসব করার ঘটনা ঘটেছে। উপজেলার বিল্বপাড়ার মোছেন জমাদ্দারের ছেলে মোঃআরব জমাদ্দারের পালিত গাভী আজ সকাল অনুমান ৮.০০ ঘটিকার সময় নিজ বাড়িতে ২টি বকনা বাছুর প্রসব করেছে।বাচ্চা দুটির রং সাদা কালো হওয়ায় তাদের নাম রাখা হয়েছে আলো ও ছায়া।প্রসবের পর স্থানীয় পশু চিকিৎসক পারভেজ খসরু বাচ্চা ২টি পর্যবেক্ষন করেন এবং তারা সুস্থ ও সবল আছে বলে জানান।

আরও জানান তিনিই এই গাভীর প্রজননের জন্য কৃত্রিম বীজ দিয়েছিলেন।আশেপাশের এলাকায় এ রকম ঘটনা ইতিপূর্বে ঘটেনি বলে আরব জমাদ্দারের বাড়িতে উৎসুক জনতা বাছুর দু’টিকে দেখার জন্য ভীড় করছে। এ বিষয়ে উক্ত গাভীর মালিক আরবকে জিজ্ঞাসা করলে,তিনি জানান, আমি কখনো ভাবিনি যে,আমার গাভীর দুইটি বাচ্চা হবে।তবে গত একমাস ধরে গাভীর পেটের নড়াচড়া দেখে আমি সন্দেহ করতাম,কিন্তু একাধিক বাছুর হবে এটা ভাবিনি। আল্লাহ মনে হয় আমার কপাল খুলে দিছে।সকল থেকে প্রায় কয়েক শত লোক গাভী ও বাছুর দেখার জন্য আমার বাড়িতে এসেছে, এতে আমি অনেক খুশি।