- সীতাকুণ্ডে কুমিরায় তৈলের ভাউচার ও প্রাইভেট কারের সংঘর্ষ,আহত ২
সুৃমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
সীতাকুণ্ডে কুমিরা ইসলামী বিশ্ববিদ্যালইয়ের সামনে তৈল বাহি ট্যাংকার(ভাউচার) ও প্রাইভেট কারের সংঘর্ষে ২ জন গুরুত্বর আহত হয়েছে।
আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় কুমিরা ইসলামী বিশ্ববিদ্যালইয়ের সামনে একটি তৈল বাহি ট্যাংকার (ভাউচার) ও একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারের সামনে দুমড়ে মুচড়ে যায় ও যাত্রীরা গুরুত্বর আহত হয়। আহতদেরকে বর্তমানে চিকিৎসাধীন হিসাবে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এতে করে সীতাকুণ্ড থানার পুলিশ কর্মকর্তা এবং কুমির হাইওয়ে পুলিশ কর্মকর্তারা একত্রিত হয়ে এই ঘটনাটি তল্লাশি করছেন বলে জানিয়েছেন দৈনিক কুমিরার আলোর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কে।
দুর্ঘটনায় পতিত প্রাইভেট কারটি উল্টে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।
তবে এ ঘটনায় মৃতের কোন খবর পাওয়া যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।