দেব বিশ্বাস, যশোর প্রতিনিধিঃ

পৃথিবীর শ্রেষ্টদান রক্তদান ,এই রক্তের অভাবে যাতে পৃথিবী থেকে একটি মানুষ কে ও চিরতরে বিদয় না নিতে হয় তার জন্য এফএসডিও পরিবার ঘরে ঘরে রক্তদাতা সৃষ্টি করার লক্ষে যশোর জেলা সহ বিভিন্ন জেলাতে প্রতিনিয়ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম করে চলেছে ৷ আজ যশোর জেলায় মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে, এফএসডিও ঢাকুরিয়া ইউপি শাখার আয়োজনে বোয়ালিয়া ঘাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তিনশতাধিক মানুষের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে ৷ রক্তের গ্রুপ নির্ণয়ের সময় উপস্থিত ছিলেন এফএসডিও এর প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস,অডিট অফিসার বায়েজিদুর রহমান,মণিরামপুর উপজেলা শাখার উপদেষ্টা এমদাদ খান,মণিরামপুর ব্লাড ব্যাংকের সভাপতি বোরহান উদ্দিন বাপ্পি,ঢাকুরিয়া শাখার সম্পাদক ইয়াছিন,সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন,ভলেন্টিয়ার বৃষ্টিদেব নাথ,আলামিন,সংগ্রাম প্রমুখ ৷