• ‘জাগো আন্দুলবাড়িয়া’ নব্য গঠিত সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ 

মোঃ রিয়াদ মণ্ডল | জীবননগর 

“জাগো আন্দুলবাড়ীয়া” নামক নব্য গঠিত সমাজকল্যাণমূলক সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার সকাল ১০ ঘটিকার দিকে আন্দুলবাড়ীয়া গ্রামের তরুণ, যুবক সহ সকলের সরব অংশগ্রহণে আন্দুলবাড়ীয়া বাজার ফুটবল মাঠটি পরিষ্কার করে। প্রায় দুই ঘন্টা ধরে চলে পরিষ্কার-পরিচ্ছন্ন এই অভিযানটি।

এ সময় উপস্থিত থেকে কার্যক্রমটির পরিচালনা করে সংগঠনটির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল ও আন্দুলবাড়ীয়া ঊষা খাটি প্রডাক্টস এর সত্ত্বাধিকারী তৌহিদুল ইসলাম সুমন। এবং সার্বিক দায়িত্ব পালন করেন জাগো আন্দুলবাড়ীয়া সংগঠন তৈরীর প্রথম প্রয়াসের সদস্য ও উদ্যোগক্তা মো: নাজমুস শাকিব ও ইশতিয়াক আহম্মেদ। এছাড়াও আন্দুলবাড়ীয়া বাজার ফুটবল মাঠ পরিষ্কার করার প্রয়াসের ডাকে সাড়া দিয়ে পরিষ্কার অভিযানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত-শিল্পী রাশেদুজ্জামান রাশেদ,তরুণ উদীয়মান সাংবাদিক মো: নাঈমুর রহমান খান সহ রমজান বিশ্বাস, কাজী সাকিরুল ইসলাম তানিম, মোল্লা নিষান মিয়া, নাঈম হোসেন, জিহাদুর রহমান, ইব্রাহিম আকাশ, তামিম হোসেন, পারভেজ খান, মারুফ হোসেন, নিষান আহম্মেদ, পিয়াস, স্বাধীন, শাহারিয়ার কবির সহ আরও অনেকে । পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানটি শেষ করে আলোচনা সভায় সমাপ্ত হয়।