• দূর্নীতির বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিক রইচ উদ্দিন টিপুকে হুমকি থানায় জিডি

মো: আজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।।

নড়াইলের লোহাগড়া উপজেলার এক দালাল ও প্রতারকের নাম বিউটি রানী মন্ডল, তার নামে দুর্নীতির নিউজ করাতে সে সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু কে দেখে নিবেন বলে হুমকী দিয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় বিউটি রানীর নামে একটা জিডি হয়ছে।


সাংবাদিকের সাথে কথা বলে ও জিডি সূত্রে জানা যায়, গত ১০/১২/২০২০ তারিখ : বিউটি রানী মন্ডল (৪১) স্বামী গোবিন্দ কুমার মন্ডল, সাং তেলিগাতি, থানা লোহাগড়া, জেলা নড়াইল এর বিরুদ্ধে দুর্নীতির নিউজ বিভিন্ন অনলাইন ও পত্রিকায় প্রকাশিত হওয়াই উক্ত বিউটি রানী ১৪/১২/২০২০ তারিখ : সোমবার সকাল ৯ ঘটিকার সময় লক্ষীপাশা চৌরাস্তা ওয়ালটন শোরুমের সামনে সাংবাদিকের সাথে দেখা হলে অকথ্য ভাষায় গালি গালাজ সহ দেখে নেওয়ার হুমকী দিয়েছে।

 

এ ঘটনায় সাংবাদিক রইচ উদ্দিন টিপু বলেন, আমি বাদী হয়ে বিউটি রানীর নামে লোহাগড়া থানায় ডিজি করেছি।

মো: আজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০