মোঃ ইমরান হোসেন | মাগুরা প্রতিনিধিঃ আজ ২৭শে ফেব্রুয়ারী ২০২১ রোজ শনিবার মাগুরা সদরের জগদল রুপাটি গ্রামে সালমা খাতুন (২০) নামে এক গৃহবধুকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে নাটক সাজানোর অভিযোগ উঠেছে।এ ঘটনার পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে। নিহত সালমা খাতুন আমুড়িয়া গ্রামের ওমানদেশ প্রবাসী ইয়ানুর হোসেনের মেয়ে।

নিহত সালমার পিতার বাড়ির লোকজন অভিযোগ করে বলেন মাত্র ৫ মাস আগে জগদল রূপাটি গ্রামের আলমগীরের ছেলে রাজুর (২৫)সাথে সালমার বিয়ে দেন তারা। বিয়ের পর থেকেই সালমাকে বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো কিন্তু আমরা কর্ণপাত করিনি। ভাবতাম সংসারে সামান্য টুকটাক ঝামেলা থাকতেই পারে।
আরো জানা যায়, সকাল ৮ টার দিকে সালমার শ্বশুর বাড়ি থেকে ফোন আসে যে,সালমা কারেন্টে শর্ট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এ খবর শুনে তারা সালমার শ্বশুর বাড়িতে গিয়ে দেখে, সালমা ঘরের মেঝেতে গলায় ওড়না পেঁচানো মৃত অবস্থায় পড়ে আছে।
তবে রুপাটি গ্রামের কয়েকজন বলেন, সালমা স্বামীর সাথে অভিমান করে গলায় দড়ি নেছে। কিন্তু এ সময় তার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনদের খুজে পাওয়া যায়নি।মরদেহ ফেলে বাড়ি থেকে পালিয়ে যাওয়াই নিহত সালমার পিতার বাড়ির লোকদের সন্দেহ যে,সালমার শ্বশুরবাড়ির লোকেরা গলায় ওড়না পেচিয়ে সালমাকে হত্যা করেছে। এ ঘটনায় তারা মাগুরা সদর থানায় অভিযোগ করেছেন।
মাগুরা সদর থানা সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে অবস্থান করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে যে,এটা হত্যা নাকি আত্বহত্যা।