জিল্লুর রহমান রাসেল, ফরিদপুরঃ ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ভর্তুকি মুল্যে কৃষকদের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার হস্তান্তর করা হয়েছে। একেকেটি কম্বাইন হারভেস্টারের মুল্য ৩০ লক্ষ ৫০ হাজার হলেও সরকার কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে মাত্র ১৬ লক্ষ পঁচাত্তর হাজার টাকায়। বাকি ১৩ লক্ষ ৭৫ হাজার সরকার ভর্তুকি দিচ্ছে।

 

এক একর জমির ধান বা গম হার্ভেস্ট করতে সারাদিন দিনমজুর দিয়ে যেখানে ৮/১০ হাজার টাকা খরচ হয় সেখানে এক ঘন্টায় ১৫০ থেকে ১৮০ শতাংশ জমির ধান বা গম কাটতে পারে এই মেশিন এবং খরচ মাত্র ৬ হাজার টাকা।

 

৬ এপ্রিল বুধবার সকালে কৃষকদের হাতে এর চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ রাকিবুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান, কম্বাইন হার্ভেস্টার কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় কৃষকবৃন্দ।

 

প্রধান অতিথি বলেন, কৃষি বান্ধব এই সরকার কৃষকদের কথা মাথায় রেখে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে চলকটি অর্থ বছরে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেই অর্থ থেকেই এই কম্বাইন্ড হার্ভেস্টার ভর্তুকি মুল্যে কৃষকদের হাতে পৌঁছে দিচ্ছে। এই মেশিনের মাধ্যমে একদিকে যেমন সময় বাঁচবে অন্যদিকে অর্থনৈতিক ভাবেও কৃষক লাভোবান হবে।