টাঙ্গাইল প্রতিনিধি, রাজিবুল ইসলাম রিয়াজঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১০নং রসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর। এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সফল মেম্বার মো. মর্তূজ আলী আবারও মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচন অফিসের নিয়ম অনুযায়ী গত ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মর্তূজ আলী মেম্বার তার আকাঙ্খিত মোরগ প্রতীক পেয়েছেন। তার নির্বাচনী প্রতীক বরাদ্দের দিন সকাল থেকে শতাধিক মহিলা ও ৫ শতাধিক পুরুষ ও জোয়ান বুরো একত্রিত হয়ে মিছিলে মিছিলে মুখরিত করে উপজেলা শহর ঘাটাইলে যায় এবং আখাঙ্খিত প্রতীক মোরগ পেয়ে স্লোগানে স্লোগানে বাড়ি ফিরে আসে। পুরো সময়টি যেন ঈদ আনন্দের মত ভোটারের মনেও জোয়ার বইছিলো, শতাধিক ইজিবাইক ও অর্থ শতাধিক মোটরসাইকেল এবং ২টি ট্রাকে হাজারেরও বেশি মানুষের মুখে একই স্লোগানে মুখরিত হয়েছে রসুলপুরের পুরো ৩ নং ওয়ার্ড।

তবে নির্বাচন যতই ঘনিয়ে আসছে মোরগ প্রতীকের জনসমর্থন ততই বাড়ছে। হাট-বাজার, চায়ের দোকান, মাঠে-ঘাটে বেশির ভাগ মানুষ মোরগ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আলাপ আলোচনায় মুখর হয়ে উঠেছেন।

অপরদিকে মর্তূজ আলী মেম্বারও তার আখাঙ্খিত মোরগ প্রতীক পেয়ে বেশ আনন্দিত। উৎসাহিত হয়ে মর্তূজ আলী মেম্বার বলেন, তিনি মনে করেন, বিজয়ের মাসে কাঙ্খিত প্রতীক পেয়ে তিনি একটি জয় অর্জন করেছেন এবং ৩নং ওয়ার্ডবাসীর ভোটে ২৯ ডিসেম্বর আবারও বিজয়ী হয়ে ফুলের মালা বরণের মাধ্যমে আবারও ওয়ার্ডবাসীর দায়িত্ব বুঝে নেবেন এবং ৩নং ওয়ার্ডকে সামাজিক ও ডিজিটাল গ্রামে পরিনত করবেন। ইনশাআল্লাহ্