রোমানিয়া সীমান্তে একটি ট্রাক থেকে ২৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে ইতালি যাওয়ার সময় বৃহস্পতিবার (২৩ মার্চ) তাদের উদ্ধার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম স্টাইরিপিসার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাকটি পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে আসলে রোমানিয়ার আরাদ সীমান্ত পুলিশ সেটিতে তল্লাশি চালায়। ট্রাকের চালক জানিয়েছেন, তিনি রোমানিয়া-ইতালি রুটে তোশক নিয়ে যাচ্ছিলেন।
আরাদ সীমান্ত পুলিশ জানিয়েছে, তল্লাশি চালানোর সময় তাদের সহকর্মীরা নিশ্চিত করেছেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ব্যক্তিগত নথির ভিত্তিতে জানা গেছে, তারা আইনানুগ উপায়ে রোমানিয়াতে প্রবেশ করেছিল। পুলিশ জানিয়েছে, চালককে গ্রেফতার করা হয়েছে। তাকে অভিবাসী চোরাচালান এবং ট্রাকে লুকিয়ে থাকা বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে রাজ্যের সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এদিকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশে অভিবাসীদের ঢল ঠেকাতে ব্যর্থ হয়ে এবার নতুন আইন প্রণয়ন করেছে দেশটি। আইনে বলা হয়েছে, যারা অবৈধ অভিবাসীদের ইতালিতে আনার সঙ্গে জড়িত, তাদের ১০ থেকে ৩০ বছরের জেল এবং নৌকাচালকদের একই সাজার আওতায় আনা হবে।
২০২২ সালে ইতালিতে প্রবেশ করেছে ১ লাখ ৫ হাজার ১২৯ জন অভিবাসী। তাদের মধ্যে ১৪ হাজার ৯৮২ জন বাংলাদেশি। এদিকে চলতি বছর এখন পর্যন্ত এসেছে ২০ হাজার ৪৬ জন, তাদের মধ্যে ১ হাজার ৬২৯ জন বাংলাদেশি রয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।