২০২২-২৩ সালের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটে এই অর্থ ধার্য করা হয়। এছাড়াও ২০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে তালেবান শাসিত আফগানিস্তানের জন্য।

এমনকি ৬০০ কোটি রুপি বাজেটে মিয়ানমার জান্তা সরকারের জন্য বরাদ্দ করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অতীতে তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক তেমন ভালো ছিল না।

এবারেও তালেবান আফগানিস্তান দখল করার পরও তাদের সাথে তেমন কোনো আলোচনায় ছিল না ভারত। তারপরও তাদের জন্য বরাদ্দ দিলো ভারত। সবচেয়ে বেশি বরাদ্দ দুই হাজার ২৬৬ কোটি রুপি পেয়েছে ভুটান। দ্বীপরাষ্ট মরিশাসের জন্য বরাদ্দ আছে ৯০০ কোটি রুপি। নেপালের জন্য বরাদ্দ ৭৫০ কোটি রুপি।

আর আফ্রিকায় দূতাবাস খোলার জন্য ২৫০ কোটি রুপি বরাদ্দ করেছে ভারত।