- কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কেশবপুরে বিশাল বিক্ষোভ মিছিল
এনামুল কবির সবুজ কেশবপুর (যশোর) প্রতিনিধি :
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত ও পুরো মুখম ল,বাঁ হাতের অংশ বিশেষ ৪ ডিসেম্বর শুক্রবার রাতের আধাঁরে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের নির্দেনায় কেশবপুর উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামী লীগ, ও পৌর যুবলীগের আয়োজনে বিশাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা,পৌর আওয়ামী লীগ ও পৌর যুবলীগ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়কে প্রশিক্ষণ শেষে ত্রিমোহিনী মোড়ে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এস শফিকুল ইসলাম টুকু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশারফ উজ জ্জামান খান,কেশবপুর সদর ইউনিয় আওযামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। মিছিলে অংশগ্রহন করেন উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড,আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের নির্দেনায় একই দিনে বিকালে উপজেলা যুবলীগের আয়োজনে বিশাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়কে প্রশিক্ষণ শেষেদলীয় কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার প্যালেন মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, ত্রিমোহীন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ওহিদুজ্জামান মিন্টু, সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাজী আলমগীর হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু,সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুজ্জামান, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমুল হুসাইন, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহিন আলম, গৌরঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তী, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তুহিন রেজা, উপজেলা যুবলীগ নেতা হেলাল উদ্দীন প্রমুখ। মিছিলে অংশগ্রহন করেন উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃত্ববন্দরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।