মহামারি করোনার কারণে কক্সবাজারের পর্যটন শিল্প বিপর্যস্ত হয়েছে। এর মাঝে পর্যটন মৌসুমে কক্সবাজারের হোটেল মোটেল জোনে পর্যটক হয়রানির অভিযোগে পর্যটক শূন্য হয়ে যায় কক্সবাজার।
সব মিলিয়ে কক্সবাজারে উল্লেখযোগ্য হারে কমে গেছে পর্যটক। তবে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের বন্ধ ও সাপ্তাহিক দুদিনের ছুটি মিলিয়ে কিছুটা বেড়েছে পর্যটক। এপ্রসঙ্গে কক্সবাজার হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাসেম সিকদার বলেন,
মহামারি করোনা বিধিনিষেধ যেমন কক্সবাজারে পর্যটক কমেছে। একইভাবে পর্যটক হয়রানীর অভিযোগে ও কক্সবাজারে পর্যটক কমেছে। তবে মাতৃভাষা দিবসের ছুটি ও শুক্র-শনিবারের ছুটিতে কক্সবাজারে কিছু পর্যটক এসেছেন। হোটেল মোটেলে বুকিং ও বেড়েছে। এদিকে, বর নিয়ে জানা গেছে, প্রবাল দ্বীপ সেন্টমার্টিনেও পর্যটক বেড়েছে।
কলমকথা / বিসুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।