নড়াইল প্রতিনিধি: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার আলম মুক্ত। তিনি অত্যন্ত দায়িত্বের সাথে কলোড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিত্ব করছেন। এলাকাবাসী অনুরোধে এ বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান চিনি। দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন। অত্যন্ত পরিশ্রমী ও জনদরদি এই মুক্ত কে ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে। শাহরিয়াল আলম মুক্ত কলোড়া ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে জনসাধারণের দুঃখ দূর্দশা দুর করার প্রয়াস নিয়ে কাজ করে চলেছেন। সততার সাথে শালিস দরবার করে এলাকার ঝগড়া বিবাদ দুর করেছেন। তিনি দলীয় সকল কার্যক্রম সক্রিয় অংশগ্রহনের মধ্যে দিয়ে তৃনমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখেছেন। করোনা মহামারীতে যখন মানুষ গৃহবন্দী হয়ে পড়েছিল তখন অসহায় দীন দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে গিয়ে দাড়িয়েছেন তিনি। মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। গোপনে নগত অর্থ প্রদান করেছেন। তার সেবার মহিমা এলাকয় ব্যাপক প্রচলিত রয়েছে । তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।তিনি বাংলাদেশ ছাত্র লীগের নড়াইল শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার সাবেক সভাপতি। এছাড়াও নড়াইল জেলা শিল্পকলা একাডেমি আজীবন সদস্য। নড়াইল জেলা টাউন ক্লাবের আজীবন সদস্য। বিজয় সরকার ফাউন্ডেশনের আজীবন সদস্য। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটার্স ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশন এর নড়াইল জেলার সভাপতি । এছাড়াও ও বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কলোড়া ইউনিয়ন শাখার সভাপতি। তার শিক্ষাগত যোগ্যতায় তিনিপিছিয়ে নেই এম,এস, এস, ও এল, এল, বি, ডিগ্রী অর্জন করেছেন।

চেয়ারম্যান হয়ে তিনি সততা ও নিষ্ঠার সাথে এলাকায় কাজ করবেন বলে জানান, কৃষি সহায়তা , শিক্ষা সহায়তা, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, সবার জন্য বাসস্থান, ডিজিটাল ইউনিয়ন , নারীর ক্ষমতায়ন, ইউনিয়ন ব্যাপি বিদ্যুৎ ব্যাবস্থা, চিকিৎসা সেবা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা মাতৃকালীন ভাতা, ও প্রতিবন্ধী ভাতা সুষ্ঠু বন্ঠন। মাদক নির্মূলে কাজ করব।