- শুভ বড়দিনে দেশের ৫৩১০টি গির্জা পাবে ১১ কোটি ৮৮ লাখ টাকা
জেমস আব্দুর রহিম রানা, স্টাফ রিপোর্টার : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর) পালন উপলক্ষে দেশের পাঁচ হাজার ৩১০টি গির্জায় সরকার ১১ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৭৩০ টাকা বরাদ্দ দিয়েছে। দেশের ৬২ জেলায় এসব গির্জার প্রতিটির অনুকূলে ৫০০ কেজি হারে মোট দুই হাজার ৬৫৫ মেট্রিক টন চালের পরিবর্তে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
ত্রাণ হিসেবে নগদ টাকার এই বরাদ্দপত্র সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুভ বড়দিন উপলক্ষে প্রতিবছর গির্জায় চাল বরাদ্দ দেওয়া হয়। গতবছর ৬২ জেলায় চার হাজার ৯১৭ গির্জায় প্রতিটিতে ৫০০ কেজি হারে দুই হাজার ৪৫৮ টন চাল দেওয়া হয়েছিল। কিন্তু এবার সরকারের চালের মজুত কমে যাওয়ায় চালের সমপরিমাণ টাকা দেওয়া হবে। প্রতিটন চালের মূল্য ধরা হয়েছে ৪৪ হাজার ৭৬৬ টাকা। সেই হিসাবে প্রতিটি গির্জায় ৫০০ কেজি চালের দাম হিসেবে ২২ হাজার ৩৮৩ টাকা দেওয়া হবে।
বরাদ্দপত্রে আরও বলা হয়, জেলা প্রশাসক তার জেলাধীন গির্জার সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য/সচ্ছলতা/দারিদ্র্যতা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনা করে উপজেলাওয়ারী নগদ টাকা দেবেন এবং নিরীক্ষার জন্য হিসাব সংরক্ষণ করবেন। গির্জার সংখ্যা কম হলে ব্যয় না হওয়া টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।