আমতলীতে ২কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক, ২০ ব্যবসায়ী সর্বসান্ত
পায়রা সমুদ্র বন্দরের মালামাল সরবরাহকারী পরিচয়ে বরগুনার আমতলীতে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে দুই কোটি টাকা নিয়ে মহিবুল্লাহ নামের এক প্রতারক গা-ঢাকা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার প্রতারণার খপ্পরে পরে ২০ জন ব্যবসায়ী সর্বসান্ত হয়ে পড়েছেন। বৃহস্পতিবার ব্যবসায়ী কাজী আনোয়ার, সরদার সরোয়ার হোসেন, জিএম ওসমানী হাসান, মইনুল ইসলাম ও সোহেল হোসেন এমন অভিযোগ করেন। দ্রুত […]