ডোমারে অনাড়ম্বর ভাবে অনুষ্ঠিত হলো সরস্বতী পুজা
মোঃ তাহেরুল ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নিয়ম মেনেই অনাড়ম্বর ভাবে পালিত হলো সরস্বতী পুজা। পুতুল পুজো করেনা হিন্দু কাঁঠমাটি দিয়ে গড়া মৃন্ময়ীর মাঝে চিৎময় খোঁজে,হয়ে যায় আত্মহারা। শনিবার (৫ফেব্রুয়ারী) পুজোর পেন্ডেলের আয়োজনে ছিলনা তেমন সাজ সরঞ্জাম, কোন হৈ-হুল্লোড়,সরস্বতী পুজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতমপুজা। প্রতি বৎসর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এ পুজা পালন করা […]