ফিনল্যান্ডে বাংলা নববর্ষ উদযাপন
বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে ফিনল্যান্ডের সাংস্কৃতিক সংগঠন “উৎসবে বাঙালি” আয়োজন করেছে এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার। রবিবার বিকালে ভানতা মিলনায়তনে এ অনুষ্ঠানে থরে থরে সাজানো রকমারি দেশিয় খাবার নিয়ে হাজির হয়েছিলেন প্রবাসী বাঙালিরা।দেখে বলার উপায় নেই এটি দেশ থেকে হাজারো মাইল দূরে বাংলার কোনো আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে ফিরে এসেছে দেশের কথা, বৈশাখ বরণের নানা উপসঙ্গ।এর […]