রান্নাবান্নায়ও সিদ্ধহস্ত সংগীত শিল্পী সিঁথি সাহা
সংগীতচর্চার পাশাপাশি রান্নাবান্নায়ও সিদ্ধহস্ত শিল্পী সিঁথি সাহা। সময় পেলেই হেঁশেলে ঢুকে পড়েন। এবার সিরাজগঞ্জের ভদ্রঘাটে নিজের বাড়িতে পূজা উদযাপন করবেন সিঁথি। অতিথিদের নিজের হাতে তৈরি করে খাওয়াবেন নাড়ু, লাবড়া, ফুলকো লুচি থেকে শুরু করে পায়েসও। লাল আটার ফুলকো লুচি উপকরণ লাল আটা ও ময়দার মিশ্রণ ১ কাপ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ (ডো তৈরির […]