জামালপুরের সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য আজ মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের প্রাঙ্গণে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ সহযোগিতায় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্হাপনায় অটোবাইক গাড়ি উপহার দেওয়া হয়েছে।

এতে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, প্রধান শিক্ষক আনিছুর রহমান, সহকারী শিক্ষক মন্টু লাল তেওয়ারী ও শিক্ষার্থীবৃন্দ।