আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সকল শহীদদের স্মরণে ঘরে ঘরে রক্তদাতা সৃষ্টির লক্ষ্যে মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের গাজীগঞ্জ বাজার কেন্দ্রীক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি হয়।

স্থানীয় প্রবাসী বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ কৃষকলীগ মনিরামপুর উপজেলা শাখার সহ-সভাপতি গাজী ইউনুছ আলীর সৌজন্যে এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন কলম কথা ফাউন্ডেশন।

২১শে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় ৩০০ লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে কলম কথা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিম। এ সময়ে মানবতার সেবক গাজী ইউনুছ আলীর শুভাকাঙ্ক্ষীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কলম কথা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোহম্মদ নাহিদ হাসান, প্রধান উপদেষ্টা সুমন চক্রবর্তী, উপদেষ্টা রাশেদ আলী,কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হাবিবুল্লাহ হুসাইন,সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন,দপ্তর সম্পাদক মোঃ এনামুল হোসেন প্রমুখ।এছাড়াও উপস্থিত থেকে সহযোগিতা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আঃ মান্নান, সমাজসেবক তাজউদ্দীন আহম্মেদ ভুট্টো, প্রবাসী গাজী ইউনুছ আলীর ছেলে মিঠুন হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।