লালমনিরহাট আদিতমারী উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় ট্রেনের ধাক্কায় শতবর্ষী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী(১০০)।তিনি জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকার বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি সোমবার তার ছোট ছেলের বাড়িতে সকালে খাওয়াদাওয়া শেষে নিজ বাড়ি ফিরছিলেন। স্থানীয়রা জানায় ঐ ব্যক্তি কানে শুনতো না। ট্রেন আসার শব্দ শুনতে পায়নি।
পরিবার সূত্রে জানা যায়, ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।