মু‌জিব শতবর্ষ উপল‌ক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কর্তৃক ভূম‌ি ও গৃহহীন‌দের ম‌ধ্যে জ‌মি ও গৃহ প্রদান কার্যক্র‌মের বঙ্গভবন থে‌কে ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে শুভ উ‌দ্ভোধন ক‌রেন বঙ্গবন্ধু কন্যা ।

২০২০ সা‌লের ৭ মার্চ প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী “আশ্রয়‌নের অ‌ধিকার ,শেখ হা‌সিনার উপহার” শ্লোগান‌কে সাম‌নে রেখে মু‌জিব শতব‌র্ষে নি‌র্মিত হ‌চ্ছে গৃহহীন‌দের জন্য স্ব‌প্নের ঠিকানা।

 সারা দে‌শে ভূ‌মি ও গৃহহীন ৮লাখ ৮৫ হাজার ৬২২ প‌রিবারক‌ে বা‌ড়ি নির্মান প্রকল্পে “ক”‌শ্রে‌নির তা‌লিকার অংশ হিসা‌বে সারা দে‌শে ৪৫৯ উপ‌জেলার ৫৩৩৪০ প‌রিবার‌কে জ‌মি সহ ঘর প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লেন,দে‌শে কোন প‌রিবার গৃহহীন থাক‌বে না।আমরা সারা দে‌শে যা‌দের ঘর নেই তা‌দের তা‌লিকা ক‌রে ঘর দ্য়ো হ‌চ্ছে।

    ২য় পর্যা‌য়ে বা‌গেরহাট জেলায় বরাদ্ধ প্রাপ্ত ৬৪৫ ঘ‌রের ম‌ধ্যে ৪৩৪টি ঘ‌রের নির্মান কাজ শেষ হ‌লেও ২২২টি ঘ‌রের নির্মান কাজ প্রায় শেষ পর্যায় জা‌নি‌য়ে‌ ছি‌লেন জেলা প্রশাসক মোঃ আ‌জিজুর রহমান।

      জেলার চিতলমারী উপ‌জেলায় জ‌মিসহ ঘর পেল ৫০‌টি প‌রিবার। তার ম‌ধ্যে কলাতলা ইউ‌নিয়‌নে ৪‌৫টি ও সদর উপ‌জেলায় ৫টি প‌রিবার ২শতক জ‌মি সহ ই‌টের সে‌মিপাকা রঙিন টি‌নের ঘর পা‌চ্ছেন।৫০০বর্গফু‌টের বা‌ড়ি‌তে থাক‌ছে ২‌টি বেডরুম‌,‌১টি রান্নার রুম,১‌টি টয়‌লেট,১‌টি ইউ‌‌টিলি‌টি রুম ও বারান্দা থাক‌বে ।জ‌মিসহ ঘর পে‌য়ে অ‌নে‌কের চো‌খে পা‌নি চ‌লে আ‌সে ।মাথা গোজার ঠাঁই পে‌য়ে দোয় ক‌রেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে।

 

বা‌গেরহাট জেলার প্র‌ত্যেক উপ‌জেলা উপকার‌ভোগী,মুক্ত‌ি‌যোদ্ধাবৃন্দ,রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ,জনপ্র‌তি‌নি‌ধি,গন্যমান্য ব্য‌ক্তিব‌র্গের উপ‌স্থি‌তি‌তে ঘর হস্তান্তর করেন স্ব স্ব উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা।জেলার সদর উপ‌জেলায় জমিসহ ঘর পে‌লেন ৮৮ প‌রিবার,কচুয়ায় ১৭,রামপা‌লে ৪০,মোংলায়৫০,ফ‌কিরহা‌টে ১০০,মোল্লাহা‌টে ৬০,মো‌ড়েলগ‌ন্জে ২৫,এবং শরন‌খোলায় ৪‌টি প‌রিবার।

 চিতলমারী‌তে ঘর প্রদান ক‌রেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী। ঘর প্রদান অনুষ্ঠা‌নে  উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা চেয়ারম্যান অ‌শোক কুমার বড়াল,সহকারী ক‌মিশনার (ভূ‌ম‌ি) জান্নাতুল আফ‌রোজ স্বর্না,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস,উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃমামুন  হাসান,থানা প‌রিদর্শক ও‌স‌ি (তদন্ত) ইকরাম হো‌সেন, উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার মোঃআ‌মিনুল  ইসলাম,উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি বাবুল হো‌সেন খান,সাধারন সম্পাদক পীযুষ কা‌ন্তি রায়,সদর ইউপি ‌চেয়ারম্যান নিজাম উদ্দীন সহ ই‌লেকট্র‌নিক্স, প্রিন্ট  প‌ত্রিকার সাংবাদিক বৃন্দ।