স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা দেওপাড়ায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ আগস্ট) বিকালে দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দেওপাড়া সিএনজি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। দেওপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সমস্য ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বিএসসি,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম,দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক সবুর আলী, ৪নংওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন খান,দেওপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মুক্তার আলী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মতিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকন তালুকদার, দেওপাড়া অটো-রিকসা সমিতির সাধারন সম্পাদক মান্নান সিকদার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোবারক হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন সিকদান, পারভেজ,মেহেদী, আজিমুল,মেজবা,ফয়সাল আহম্মেদ নিরবসহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।