মোঃ তাহেরুল ইসলাম, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মো:রাব্বি ইসলাম (২০) নামের এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মৃত্যু আরোহী বাড়ি জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া এলাকার মো:খয়রুদ্দিনের ছেলে। এসময় আরো দুই জন আরোহী আহত হয়। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত নয়টায় জোড়াবাড়ী ইউনিয়নের ওকড়াবাড়ি এলাকায় উক্ত দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হলহলিয়া এলাকার রাব্বি (২০) আনোয়ারুল ইসলামের ছেলে, রিপন ইসলাম (১৭) ও খোকা মিয়ার ছেলে মো:পলাশ (১৭) সকালে পঞ্চগড়ে চা বাগানে বেড়াতে যায়। সন্ধ্যায় তারা সেখান থেকে বাড়ী ফিরছিলো। ফেরার পথে ওকড়াবাড়ি এলাকায় মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাঁক্কা লাগে। এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে পার্শবর্তী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু তার হয়। ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।