বিগত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা
মার্কার সমর্থকদের উপর হামলার সংবাদ প্রাপ্ত হয়ে আহতদের পাশে ছুটে
যায় খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত
অধিকারী।
জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ও শরাফপুর ইউনিয়নে আহত
নৌকার সমর্থক মোঃ রায়হান মোল্লা, আইয়ুব আলী, বৃহাশ্বর রায়,
কামনা বিশ্বাস, রূপালি, কাঞ্চনকে দেখতে ১৩ নভেম্বর বিকালে উক্ত
এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত
অধিকারী উপস্থিত হন।
এ সময় তাঁর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মোজাফফর
মোল্লা, খায়রুল আলম, আজগর বিশ্বাস তারা, রেজাউল ইসলাম, খাইরুল
বাশার, পলাশ রায়, সাইফুল ইসলাম সাইফ, নীলমণি বিশ্বাস প্রমূখ।
আহত নেতাকর্মীরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.
সুজিত অধিকারীকে তাঁদের উপর হামলার বর্ননা করতে যেয়ে আবেগে
আপ্লুত হয়ে পড়েন।
নৌকায় ভোট দেওয়ার কারনে এ হামলা এবং বিদ্রোহী প্রার্থীদের বিছনে অদৃশ্য বড় শক্তি কাজ করছে বলে আহত ও উপস্থিত নেতাকর্মীরা মৌখিক ভাবে অভিযোগ করেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সকলকে ধৈর্য্যসহকারে থেকে এবং ঐক্যবদ্ধ ভাবে সাংগঠনিক কর্মকান্ড বৃদ্ধি এবং সন্ত্রাসী কর্মের সাথে জড়িত প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।