ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উদযাপন করেছেন টাঙ্গাইলে মধুপুর উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধায় মধুপুর উপজেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা – মিলাদ -দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম হিরন, টাঙ্গাইল জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন আকন্দ, ৬নং মির্জা বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, মধুপুর উপজেলা ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক অ্যাড আলমাস হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ হারুন-অর-রশিদ,সাবেক ছাত্রনেতা হালিম সরকার,

মধুপুর উপজেলা ছাত্রলীগের সদস্য নাহিদুল ইসলাম নির্জন, মির্জাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলাউল কবির, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আলামিন ইসলাম হিরা, বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও কৃষক লীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র।

তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এদিনে জন্ম গ্রহণ করেন।