মনির খান স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলা গেট সংলগ্ন রেসিনা বেগমের চায়ের দোকান । রেসিনা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন গত ০৩/০১/২০২২ তারিখ সোমবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় হঠাৎ করে আমার একটি বিদেশী ছাগল হারিয়ে যায়।

 

রেসিনা বেগম বলেন আমি সাথে সাথে,আমার স্বামী ও মেয়ে সহ ৩ জনে চায়ের দোকান ফেলে আমার ছাগল টা কে অনেক খুঁজেছি, অবশেষে কোথাও না পেয়ে উপজেলার অফিস এলাকা সহ উপজেলার আবাসিক এলাকা পর্যন্ত খোঁজা খুঁজির পর সেটেলমেন্ট অফিসের গভীরের একটি টয়লেটে তালাবদ্ধ ছাগলের মুখে কসটেপ পেঁচিয়ে বন্দী করে রাখা অবস্থায় পাওয়া যায়।

 

উক্ত ঘটনা টি নিয়ে সেটেলমেন্ট অফিসারের সাথে কথা হলে তিনি বলেন, আমি তদন্ত করে দেখি কে বা কাহারা এমন জঘন্য কাজটি করেছে? স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি আমলে নিয়ে দোষী কে চিহ্নিত করেন। এবং ওই ছাগল টি আত্মসাতের উদ্দেশ্যে আত্মগোপন করে রেখেছিল বলে জানান ছাগল মালিক, এবং এমন ধরনের নেককার জঘন্যতম কাজ টি যিনি করেছেন তিনি হলেন উপজেলা চেয়ারম্যান অফিসের পিয়ন জাহিদ। পিয়ন জাহিদ তিনি দোষ স্বীকার করে চায়ের দোকান ব্যবসায়ী রিসিনা কে ১০০০ টাকা জরিমানা দিয়ে খালাস হলেও

 

কিন্তু চায়ের দোকানদার রেসিনা বেগম বলেন আমি একজন গরীব অসহায় ভুমিহীন ফুটপাতে চা বিক্রি করে কোন রকম সংসার চালায়, কিন্তু আজ ০৫/০১/২০২২ তারিখ সকালে আমার চায়ের দোকানে এসে ওই ছাগল আত্মসাৎকারী পিয়ন আমাদের দোকান সরিয়ে নিতে হুকুম দিয়ে যায়। এবং বলেন এটা ইউএনও মহদয়ের অর্ডার।

 

রেসিনা বেগম আরো বলেন আমার ছাগল টি ওই পিয়ন জাহিদ চুরির উদ্দেশ্যে ছাগলের মুখে কসটেপ পেঁচিয়ে একটি গোপন কক্ষে আত্মগোপন করে রেখেছিল। কিন্তু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি এলাকার মানুষের সাথে আলোচনা করে ওই পিয়ন জাহিদ কে ক্ষমার দৃষ্টিতে দেখেন বলে জানা যায়। রেসিনা বেগম বলেন আমি তাকে ক্ষমা করি নাই, আমি এর বিচার চাই।

উক্ত ঘটনাটি মীমাংসা করার লক্ষ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবন শেখ সহযোগীতায় ছিলেন মেম্বার জিরু কাজী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।