মনির খান ষ্টাপ রিপোর্ট: যশোর-কালনা মহাসড়কের দু’পাশে সামাজিক বনায়নের অংশ হিসেবে রোপিত গাছের ওপর জেলা পরিষদের মালিকানা দাবীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১১টায় যশোর-কালনা মহাসড়কের রামপুর নামক এলাকায় সামাজিক বনায়ন উপকারভোগী সমিতির আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিন্টু, মো:আনোয়ারুল ইসলাম (গামা)এস,এম, শাহীন বিপ্লব, সাদেকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০১ সাল থেকে যশোর-কালনা মহাসড়কের দু’পাশে রোপিত গাছ-গাছালী সমিতির সদস্যরা লালন-পালন করে আসছেন। সম্প্রতি বন বিভাগ সড়ক উন্নয়নের স্বার্থে গাছ গুলো বিক্রির জন্য চিহ্নিত করে। এর পর পরই জেলা পরিষদ পুনরায় গাছের ওপর মালিকানা দাবী করে ‘মার্ক করেছেন বলে উপকার ভুক্তভোগীগন তাদের বক্তব্যে জানান।
এ ঘটনার প্রতিবাদে সামাজিক বনায়নের উপকারভোগী সদস্যগন এ মানববন্ধনের আয়োজনের মধ্যে দিয়ে তাদের ন্যায্য পাওনার দাবি জানান ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।