বাগেরহাটঃসনাক বাগেরহাটের ইয়েস গ্রুপ মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত ২৫০ শয্যা রাজিয়া নাসের জেলা হাসপাতাল, বাগেরহাট চত্বরে স্যাটেলাইট ক্যাম্পেইন পরিচালনা করে।
ক্যাম্পেইনের মাধ্যমে ২৫০ শয্যা রাজিয়া নাসের জেলা হাসপাতালের সেবাসম্পর্কিত ভাঁজপত্র আগত রোগী ও দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ ছাড়া তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক তথ্যপত্র বিতরণ, তথ্য চেয়ে আবেদন ফরম পূরণ শিখানো এবং তথ্য চেয়ে আবেদন করতে উৎসাহিত করা হয়। এ সময় সেবাগ্রহীতাগণ হাসপাতালের সেবা সম্পর্কে তাদের মন্তব্য প্রদান করেন।
স্যাটেলাইট ক্যাম্পেইন পরিচালনায় অংশগ্রহণ করেন ইয়েস দলনেতা শারমিন আক্তার প্রিয়া, সহ-দলনেতা মো: হাকিম সানা, ইয়েস সদস্য স্বদেশ রহমান, নাসরিন আক্তার, সুমাইয়া আক্তার বৃষ্টি, সৈয়দ ফারহাদ হায়দার, মো: যুবায়ের খান, মো: ছামিউল ইসলাম, মো: আলিমুজ্জামান, শেখ আবু তালেব, কুসুম হাসান জুই প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।