কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নড়াইলের প্রজন্ম ফাউন্ডেশন রবিবার (০৩ জুলাই) বিকেলে এই ত্রাণ সামগ্রী বিতরণ শেষ করা হয়েছে,
এসকল গ্রাম হলো কুড়িগ্রামের রাজারহাট, ঘড়িয়ালডাংগা,শরিষাবাড়ি,বড়দড়গা সহ বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের সর্বমোট ২৮৫ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করে এই সংগঠনটি।
এর আগে গত (০২ জুলাই) শনিবার সন্ধায় নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে ১১ সদস্যের একটি দল কুড়িগ্রামে বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণসামগ্রী নিয়ে যায়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল,চাল,ডাল,আলু,পেয়াজ,রসুন,চিনি,সেমাই,খেজুর। সংগঠনের পক্ষ থেকে সর্বমোট ২৮৫ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ওই সকল এলাকার লোকজনদের মধ্যে বিতরণ করে।
প্রজন্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃমাহামুদুল হাসান বলেন,কুড়িগ্রামে বন্যায় নিম্ন আয়ের মানুষেরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। ঘরে-বাইরে পানি ও আয়রোজগার বন্ধ হয়ে গেছে পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছেন তারা। এ অবস্থায় মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে দিতে খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেয় প্রজন্ম ফাউন্ডেশন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃমাহামুদুল হাসান,কার্যকারি সদস্য সোহাগ,বিপ্লব,রাব্বি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য,নড়াইলে প্রজন্ম ফাউন্ডেশনের কয়েকজন দীর্ঘদিন যাবত রক্তদান,বৃক্ষরোপন সহ বিভিন্ন ধারনের সামাজিক কাজ করে আসছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।