হৃদয় শীল ,মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি: ২ সেপ্টেম্বর মঙ্গলবারঃ ফরিদপুরের মধুখালীতে আসন্ন শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিযার রহমান খান, মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য সুরাইয়া

সালাম,উপজেলাআনসার ও ভিডিপি কর্মকর্তা নিরব কুমার বিশ্বাস,ওজোপাডিকো উপজেলা আবাসিক প্রকৌশলী মোঃ মকলেসুর রহমান,বিভিন্ন দুর্গা পুজামন্ডপ কমিটির সভাপতি/সাধারন সম্পাদক পলাশ কুমার বিশ্বাস, দশোরত কুমার মন্ডল, অশোক কুমার পোদ্দার ও রাম কোমল সাহা প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)শামীম আরা,

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলভীর রহমান ও প্রকল্প কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন। প্রস্তুতি সভায় আইন শৃঙ্খলাসহ ২১টি বিষয়ে দিক নির্দেশনা সিদ্ধান্ত গৃহিত হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে সরকারী অনুদান হিসেবে ৫শ কেজি চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। অনুদানের চাল বিতরনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

এ বছর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৫৫টি পুজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। গেল বছর ১৫৪টি পুজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে ছিল।