যশোরের অভয়নগর উপজেলার পৌরএলাকার নোনাঘাটায় শনিবার গভীররাতে আগুনে চারটি বসতঘর ও ৬টি ছাগল পুড়ে ছাঁই হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এদিন রাত ২টার দিকে ঘাট শ্রমিক মেহেরুননেছার ছাগলের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ঘরে বাধা ৬টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। এরপর আগুনে আইযুব হোসেন, আনোয়ারা বেগম ও বাবুলউদ্দিনের ঘর পুড়ে যায়। এসময় ঘরে থাকা আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ, কাপড়, নগদ টাকা, সোনারগহনা সবই পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এহসানুল হক জানান, কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরুপণ করা সম্ভব হয়নি।
এদিকে, আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে ছুটে যান অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরমেয়র সুশান্ত দাস শান্ত। ক্ষতিগ্রস্ত ঘরগুলো পুননির্মাণের উদ্যোগ নিয়েছেন মেয়র ।
এছাড়া, শ্রমিকনেতা রবিন অধিকারী ব্যাচা, মেয়র প্রার্থী এসএম মহসিন, কাউন্সিলর প্রার্থী আব্দুল মালেক হাওলাদার, আব্দুস সালাম, জিয়াউদ্দিন পলাশ, শেখ আজিমও ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।