নীলফামারীতে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ভেলসিপাড়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে সুজন ইসলাম এবং আমিনুর রহমানের ছেলে আলিনুর ওরফে বুলু বাদশা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দুপুরের দিকে ভুক্তভোগী কিশোরীকে বাড়িতে রেখে তার বাবা ও মা এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যান। এ সময় ওই দুই কিশোর বাড়িতে প্রবেশ করে মেয়েটিকে তারা পালাক্রমে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানতে পেরে মেয়েটিকে উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নীলফামারীর সহকারী পুলিশ সুপার আরী মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ভুক্তভোগী মেয়েটির বড় ভাই নুর ইসলাম বাদি হয়ে সোমবার রাতে ডমিলা থানায় ধর্ষণ মামলা করনে।আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।