তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে কবুতর চুরির সময় কবুতরের মালিককে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কান্দাকুল গ্রামের মো. সবুজ মোল্যা (১৯), হাসিবুল মোল্যা (২০) সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে শনিবার (১ জানুয়ারি) আ.জলিল মোল্যা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর রাত ২ টার দিকে সবুজ মোল্যা ও হাসিবুল মোল্যাসহ ৫/৬ জন আ. জলিল মোল্যার বাড়িতে গিয়ে বাড়ি ওঠানে থাকা কবুতরের খোপ থেকে কবুতর ধরে চটের বস্তায় ভরতে থাকে।
বাড়ির লোকজন বুজতে পেরে অভিযোগ কারীর ছেলের স্ত্রী রিবা বেগম ঘরের দরজা খুলে বাহিরে আসলে সবুজ রড দিয়ে বারি মেরে আহত করে তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্নের চেইন যার মূল্য ৩৫ হাজার টাকা, ৩০টি কবুতর যার মূল্য ৬ হাজার টাকা, ১টি গিরিবাজ কবুতর যার মূল্য ২০ হাজার টাকা নিয়ে যায়। আহত রিবা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সবুজ মোল্যাদের না পাওয়ার কারনে তার বক্তব্য দেওয়া সম্ভব হলো না।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ওহিদুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামির কাউকে পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।