(দেবাশীষ চক্রবর্ত্তী বাবু): সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজা। সারা বছর এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে সনাতন ধর্মালম্বিরা। ৫দিনের উৎসব কে কেন্দ্র করে তাদের মধ্য উৎসবের আমেজ বিরাজ করছে। আজ মহালয়াই জানান দিচ্ছে শারদীয়া দুর্গাপুজার আগমনী বার্তা।

কলারোয়ার ৪৫ টি মন্দিরে চলছে ডেকোরেশনের কাজ। রং তুলির কাজ কোথাও শেষ, কোথাও চলমান রয়েছে, ৭ দিন পরে দেবী দুর্গা মর্তে আগমন করবেন। এবার দেবী দুর্গা মর্তে সন্তানদের নিয়ে ঘোটকে আগমন করবেন এবং কৈলাশে ফিরবেন দোলায় চড়ে।

দেবীর আগমনকে ঘিরে সনাতন ধর্মালম্বিদের মধ্যো উৎসবের আমেজ বিরাজ করছে। এবছর কলারোয়ার জয়নগরে ৭ টি মন্দিরে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হবে দুর্গাপুজা, তারি ধারাবিহিকতায় চলছে আয়োজন।

জয়নগর তরুন সংঘ মন্দিরের পুরোহিত চিত্তরঞ্জন চক্রবর্ত্তী জানিয়েছেন, এবছর ২৪ আশ্বিন, ১১অক্টোবর সোমবার দেবী মর্তে ঘটকে (ঘোড়া) আগমন করবেন এবং ২৮আশ্বিন ১৫অক্টোবর শুক্রবার দেবী দুর্গা কৈলাসে ফিরবেন দোলায় (পালকি) চড়ে। সেই সাথে তিনি দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন, যেনো সকল জীবের মঙ্গল করেন।