আলমগীর হোসেন, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি): বর্ণাঢ্য আয়োজন ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে জশনে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা ও পৌর কমিটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ জশনে জুলুসের আয়োজন করে।
(২০ অক্টোবর) বুধবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল বর্ণাঢ্য জশনে জুলুস শোভাযাত্রা শুরু হয়ে মাটিরাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়। জশনে জুলুস উপলক্ষে সকাল থেকেই মাটিরাঙ্গার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে নানা রঙ্গ বেরঙ্গের ব্যানার ফেস্টুন নিয়ে হাজারো ধর্মপ্রাণ মুসলমান হাজির হন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে।
বর্ণাঢ্য র্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ মাটিরাঙ্গা শাখার সভাপতি মাওলানা মুফতি আবুবক্কর ছিদ্দিক’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,
বিশেষ অতিথীর বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃআনিচ্ছুজ্জামান ডালিম প্রমুখ বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মহানবী হযরত মুহাম্মদ (সা:) আমাদের শ্রেষ্ঠ আদর্শ উল্লেখ করে বলেন, একমাত্র তাঁর আদর্শ অনুসরণ অনুকরণ করার মাধ্যমেই ইহকালীন ও পরকালীন জীবনের মুক্তি পাওয়া সম্ভব। সভা শেষে বাংলাদেশের মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।