অমল কৃষ্ণ পালিত,যশোর প্রতিনিধি: যশোর শহরের মিশনপাড়ার খন্দকার আনারুল হকের নবম তলা ফ্লাটের ৮ম তলা থেকে জাহিদ ইমাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে প্রেমঘঠিত কারণে জাহিদ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে হয়। জাহিদের মৃত্যুর খবরে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কথিত প্রেমিকা।
জাহিদ ইমাম ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুর খবির উদ্দিনের ছেলে।
পাশের ফ্ল্যাটের বাসিন্দারা জানান, দীর্ঘক্ষন কোন সাড়া শব্দ না পেয়ে ও জাহিদের ঘরে ছিটকিনি আটকানো দেখে তাদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও জাহিদের সাড়া না পেয়ে ফ্ল্যাটের গার্ড ও বাড়ির মালিক দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান জাহিদ ফ্যানের সাথে ঝুলছেন। পরে পুলিশকে খবর দেয়া হয়। তারা দাবি করেন প্রেমের সম্পর্কে ভাটা পরায় জাহিদ আত্মহত্যা করতে পারেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি(তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, ওই ফ্লাটে তিনটি রুম ছিলো। যার একটিতে থাকতেন জাহিদ ইমাম অপরটিতে থাকতেন আরেক যুবক। মাঝে মাঝে ওই যুবকের বোন যবিপ্রবি পড়ুয়া শিক্ষার্থী আসতেন ও থাকতেন। কেউ কেউ ধারণা করছে ওই শিক্ষার্থীর সাথে প্রেম ছিলো জাহিদের। মনোমালিন্যের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন জাহিদ। তিনি বলেন, ওই শিক্ষার্থীও অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আরও বলেন এখনই কিছু বলা যাচ্ছে না । নিহতের পরিবারের সদস্যরা এসেছে। আগামিকাল ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।