মনির খান স্টাফ রিপোর্টারঃ নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের মহসিন সিকদার ছেলে কামরুল শিকদার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির মধ্য দিয়ে তার স্ত্রী কনা বেগমকে বেদম মারপিট করে রক্তাক্ত করে দিয়েছে। জানা যায় কনা বেগম ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কামরুল শিকদার লোহাগড়া সিএনবি চৌরাস্তা কামরুল টেলিকম নামের একটি দোকানে বিকাশের ব্যবসা করেন।

আরো জানা যায় কনা বেগমের স্বামী কামরুল শিকদার একজন দুশ্চরিত্রের ও দরজাল স্বভাবের মানুষ। কারনে অকারনে প্রায় ই সময় স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন চালায়।এমন ধরনের নেককার কাজ কে কনার মা ও অন্যান্যরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কনা বেগম বলেন ওই পাশান্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার বলেও জানান। কনা বেগমের পরিস্থিতি অবনতি হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

 

 

কলমকথা/ বিথী