মোস্তফা কামাল কেশবপুর, যশোর প্রতিনিধিঃ- কেশবপুর থানার সাব-ইন্সপেক্টর অরুপ কুমার বসুর বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮ মার্চ (সোমবার) রাতে থানা পুলিশের পক্ষ থেকে সদ্য বিদায়ীকে ফুলেল শুভেচ্ছো, উপহার সামগ্রী ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন।

বিদায় অনুষ্ঠানে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন সভাপতিত্ব করেন।

সদ্য বিদায়ী ২ বছর কেশবপুর থানায় সাব-ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন এবং তিনি পুলিশের কর্ম-দক্ষতা ও সততার সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন সদ্য বিদায়ী সম্পর্কে বলেন, সে একজন মেধাবী সাব-ইন্সপেক্টর, তার পরবর্তী কর্মস্থলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

সদ্য বিদায়ী অরুপ কুমার বসু বলেন, কেশবপুর উপজেলার মানুষ খুবই শান্তি প্রিয়। খুব অল্প সময়ে এখানে এসে আমি যাহা শিখতে পেরেছি তা অবশ্যই আমার পরবর্তী কর্মস্থলে অত্যন্ত কাজে দিবে।

এখনকার মানুষের কথা জানতে চাইলে অশ্রুশিক্ত হয়ে তিনি বলেন, আমার চাকুরী জীবনে এখানকার সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া স্নেহ ও ভালোবাসা আমার সারাটি জীবনে সুখ-স্মৃতি অম্লান হয়ে থাকবে। বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন অফিসার হয়ে এ থানায় দায়িত্ব পালনকালে আমার কর্মের ভিতর দিয়ে অনেকের মনে অনেক সময় হয়তো কষ্ট দিয়ে থাকতে পারি। অনেক সময় অনেকের দাবি-দাওয়া হয়তো আমি পূর্ণ করতে পারিনি। নিজের স্বার্থ হাসিলের জন্য কখনও কারো ক্ষতি করিনি তবে সততার সাথে সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। যদি কারো সাথে খারাপ আচারণ করে থাকি তাহলে আপনারা নিজগুনে আমাকে ক্ষমা করে দিবেন এবং নতুন কর্মস্থলে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুন্য রেখে সততা, ন্যায়-নীতির সঙ্গে দায়িত্ব পালন করতে পারি সেজন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।