![এগারাখানে দুই বাংলার চিত্রশিল্পীদর শিল্প কর্মশালা অনুষ্ঠিত আজম খান,বাঘারপাড়া (যশার): বাঘারপাড়া ও নড়াইলের এগারোখান অঞ্চলের বেনাহাটি গ্রামে ২৬মার্চ ৫৩ তম বাংলাদশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিন ব্যাপি শিশু-কিশারদের চিত্রাংকন প্রতিযোগিতা ও ইন্ডো-বাংলা শিল্প কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩১ মার্চ) সকালে রাসমাহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠের আয়াজনে বেনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযাগীতা ও কর্মশালায় ভারত ও বাংলাদশের ২৬জন স্বনামধন্য চিত্রশিল্পীরা অংশগ্রহন করেন। এসময় অতিথি শিল্পীরাও তাদের শিল্পকর্ম প্রদর্শণ করেন। প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদর ছবি আঁকায় উৎসাহিত করত এ কর্মশালার উদ্যোগ গ্রহণ করন এ এলাকার কৃতি সন্তান ও রবীদ্রভারতী বিশ্বিবিদ্যালয় থক চিত্রশিল্পর উপর পিএইচডি করা ড: বিপ্লব গোস্বামী। তাঁরই প্রচেষ্টায় দুই বাংলার শিল্পীদর মিলন মেলায় পরিণত হয়।](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/03/kk866.jpg)
আজম খান,বাঘারপাড়া(যশার): বাঘারপাড়া ও নড়াইলের এগারোখান অঞ্চলের বেনাহাটি গ্রামে ২৬মার্চ ৫৩ তম বাংলাদশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিন ব্যাপি শিশু-কিশারদের চিত্রাংকন প্রতিযোগিতা ও ইন্ডো-বাংলা শিল্প কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩১ মার্চ) সকালে রাসমাহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠের আয়াজনে বেনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযাগীতা ও কর্মশালায় ভারত ও বাংলাদশের ২৬জন স্বনামধন্য চিত্রশিল্পীরা অংশগ্রহন করেন। এসময় অতিথি শিল্পীরাও তাদের শিল্পকর্ম প্রদর্শণ করেন।
প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদর ছবি আঁকায় উৎসাহিত করত এ কর্মশালার উদ্যোগ গ্রহণ করন এ এলাকার কৃতি সন্তান ও রবীদ্রভারতী বিশ্বিবিদ্যালয় থক চিত্রশিল্পর উপর পিএইচডি করা ড: বিপ্লব গোস্বামী। তাঁরই প্রচেষ্টায় দুই বাংলার শিল্পীদর মিলন মেলায় পরিণত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।