ডিবি পুলিশ পাকড়াও করলেন ভুয়া সেনা সদস্য, ছিনতাইকৃত মোবাইল, টাকা স্বর্ণালংকার উদ্ধার।
ইং ২১ ফেব্রুয়ারী ২০২২ তারিখ ও ১৪ মার্চ ২০২২ তারিখে অজ্ঞাতনামা ব্যক্তি সেনা সদস্যের পরিচয় দিয়ে অভয়নগরের শিউলী রানী দাস ও ঝিকরগাছার পপি বেগমদ্বয়কে মিস কলে পরিচয় হয়ে সেনা বাহিনীর সদস্য মিথ্যে পরিচয় দিয়ে কোতয়ালী থানাধীন বসুন্দিয়া ও রুপদিয়া এলাকায় দেখা করে স্বর্নালংকার ও নগদ টাকা ছিনতাই করে মটরসাইকেল যোগে পালিয়ে যায়।
ভুক্তভোগী নারী ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম এর নিকট মৌখিক অভিযোগ করেন,অভিযোগ করলে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার এসআই মফিজুল ইসলাম, পিপিএমকে নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মফিজুল ইসলাম, পিপিএম, মহিলা এএসআই ইপি বালা, এএসআই গৌরাঙ্গ, এএসআই আমিরুলদের নেতৃত্বে একটি চৌকশ টিম প্রেমের ঝালে ফেলে ভুয়া সেনা সদস্যকে ইং ২৩/০৩/২০২২ তারিখ বেলা ১২:৩০ ঘটিকার সময় কেশবপুর সাগরদাঁড়ি মাইকেল মধুসুধন পার্কের সামনে রাস্তার উপর থেকে ভিকটিমদের সনাক্তমতে গ্রেফতার করা হয়।
সে সময় তার হেফাজত থেকে ১টি মটরসাইকেল, ১টি বার্মিজ চাকু, নগদ ২১৭০০/- টাকা, ১ জোড়া সিটি গোল্ডের চুরি উদ্ধার করা হয়। এরপর তার স্বীকারোক্তি মতে সাগরদাঁড়ি একটি স্বর্ণের দোকান থেকে ১ভরি ১৩আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী স্বপন কুমার দাস ও প্রোশংকর দাস পরস্পর যোগ সাজসে সেনাবাহিনীর সদস্য হিসেবে ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন মেয়েদের মোবাইল নাম্বার সংগ্রহ করে মিস কলে পরিচিত হয়ে কাউকে বন্ধু, ভাই, ছেলে সেজে প্রতারনা পূর্বক দেখা করে নগদ টাকা ও স্বর্নালংকার ছিনতাই করে নিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
(১) স্বপন কুমার দাস @ ছদ্মনাম সেনা সদস্য মামুন @ সুমন ঘোষ (৩২), পিতা- ভোলানাথ দাস, সাং- মঙ্গলকোট, থানা- কেশবপুর, বর্তমান ঠিকানা- নাদড়া কালারহাট, থানা- মনিরামপুর, জেলা- যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
১. ১টি মটরসাইকেল
২. ১টি চাকু
৩. ১জোড়া সিটি গোল্ডের চুরি
৪. নগদ ২১,৭০০/- টাকা
৫. ১ ভরি ১৩ আনা স্বর্নালংকার।
৬. ছিনতাইকৃত ১টি মোবাইলসহ আসামীর ২ টি মোবাইল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।